পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ৯ নং আমবাড়িয়া ইউনিয়ন বাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ৯ নং আমবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলিম।
শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা পুরো এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকে। এই দিন সকল মানুষ সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ এক সাথে উপভোগ করে থাকি। তিনি আরো বলেন, সংযমের ব্রত পালনের পর সার্বজনীন মানবতার অবারিত কল্যাণের বার্তা বয়ে আনুক ঈদ-উল-ফিতর, সবার জীবনে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি।
সাম্য ও সম্প্রীতির চেতনায় আনন্দমুখর হয়ে উঠুক সকল শ্রেণি-পেশার নির্বিশেষে সকলের জীবন। ঈদের আনন্দে পূর্ণ হোক বাংলার প্রতিটি ঘর।
তবে এই বছরের ঈদ টা হচ্ছে একটু অন্য রকম এই করোনা ভাইরাসের কারনে এই বার ঈদে আমরা পোরপুরি ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারছিনা।
তবে এই ঈদের উসিলায় আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আমরা সবাই ঈদের নামাজ পড়বো
সামাজিক দূরত্ব বজায় রেখে করোনার ভাইরাসের মোকাবিলা করার জন্য আমরা সবাই ঘরে থাকি নিরাপদে থাকি আপন জন কে নিরাপদে রাখি ,আমবাড়িয়া ইউনিয়নবাসী সহ দেশের সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।