কুড়িগ্রামের উলিপুরে গাঁজাসহ নুরজামাল (৫৮) নামে এক ব্যক্তিকে ছয় মাসের জেল এবং নগদ ২ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আশরাফুল আলম রাসেল এ দন্ডাদেশ দেন। ঘটনাটি ঘটেছে, রবিবার(০৯ মে) সকাল ১১টায় উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম হাজী পাড়া গ্রামে। আটককৃত আসামী ওই এলাকার আব্দুল করিমের পুত্র।
জানা গেছে, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এ অভিযান চালান। এসময় নুরজামাল (৫৮) কে তার বাড়ী থেকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল জানান, উলিপুর উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক সেবনের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আটককৃত ওই ব্যক্তিকে এর আগেও গাঁজাসহ আটক করে জেল-জরিমান করা হয়েছিল।###