কুষ্টিয়া শেখ কামাল ষ্টেডিয়ামে করোনাকালীন দুঃসময়ে কর্মহীন শ্রমিকদের মাঝে আজ সকালে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। ডিডিএলজি মৃনাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ওবায়দুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সিরাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার রায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহমেদ সাদাত, এনডিসি হাফিজুর রহমানসহ কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
২০০জন শ্রমিকের মাঝে এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়।জেলা প্রশাসক সাইদুর ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা একজন মানুষও যেন নিরন্ন না থাকে,জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।