করোনা মোকাবেলা ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে-নোয়াখালীর সোনাইমুড়ীতে বাংলাদেশ হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট ২০০৮ ব্যাচ এর পক্ষ থেকে -১৫০ শত গরীব,দুঃস্থ, অসহায় ও কর্মহীন শ্রমিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্যাকেজ বিতরণ করা হয়েছে।
১২ই মে ২০২১খ্রিঃ বুধবার বেলা ১১ টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর উত্তর বাজার মরিয়ম ট্রেডার্স চত্বরে. স্বাস্থ্যবিধি মেনে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট ২০০৮ ব্যাচ এর পক্ষ থেকে – ১৫০ শত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি আবদুল্লাহ আল সাইমুন, মুঠো ফোনে বলেন. করোনা কালীন সময়ে লকডাউন, পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ কে সামনে রেখে গরীব, অসহায় এবং দুস্থ মানুষের কথা চিন্তা করে আমাদের এ আয়োজন। এসময় হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট এর সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, মহামারিতে অনেক নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই, আমরা হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে ও সোনাপুর ইউনিয়নের কর্মহীন, দুস্থ ও অসহায় পরিবারগুলোর সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে সাধ্যমতো ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি।
এতে সুদুর আমেরিকা থেকে শুভেচ্ছা জানান, হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট এর সহ-সভাপতি জনাব নিজাম উদ্দিন ডেভিড খান, যুগ্ম সাধারণ, সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল। প্রবাস থেকে শুভেচ্ছা জানান ট্রাস্টের কার্যকরি সদস্য, জনাব আলমগীর হোসেন, কামরুল হাসান বাপ্পি, ওসমাণ গণি সবুজ। উপস্থিত ছিলেন ট্রাস্টের, নারি ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস সূচি, অর্থ ও জনসংযোগ সম্পাদক, কাউছার হামিদ কুমার, দফতর সম্পাদক, আরিফুল হাসান, কার্যকরি সদস্য, জিহাদ উদ্দিন প্রমূখ।
এম.এবি ছিদ্দিক সোনাইমুড়ী
০১৮৩০-২৫৯৬২৫.
তাং ১২/৫/২০২১খ্রিঃ