কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সহ সভাপতি, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেইউকের সাধারণ সম্পাদক, বিএফইউজের নির্বাহী সদস্য, নিউজ24 চ্যানেলের জেলা প্রতিনিধি জামিল হাসান খান খোকন স্ট্রোক করে ঢাকায় নিউরো সাইন্স হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন। তার আশু সুস্থতা কামনায় আজ সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার উদ্যোগে কেপিসির কাঙাল হরিনাথ মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারন সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মিলন উল্লাহ, কুষ্টিয়া ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান, সাধারন সম্পাদক সালমান শাহারিয়ার রাজু, সাংগঠনিক সম্পাদক চাঁদ আলী সাংগঠনিক সম্পাদক (ইবি) রাকিবুলসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।