কুষ্টিয়া ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর বিলের চরে গতকাল ১৪/০৫/২০২১ তারিখ বিকেল ৫ টার দিকে ঈদ উপলক্ষে গ্রামের ও দূর থেকে আসা অনেক ছেলে ও মেয়ে ঘুরাঘুরি করছিলো।উল্লেখিত সময়ে এলাকার কিছু ছেলে বাইক নিয়ে ঐ স্থানে আসে এবং জোরে চালাতে থাকে,এক পর্যায়ে একটি মেয়ের সাথে বাইক চালকের ধাক্কা লাগে,এবং সাথে থাকা মেয়ের ভাইয়ের সাথে চালকের কথা কাটি,কাটি সৃষ্টি হয়।এমন অবস্থা চলাকালে দৈনিক দেশের বানী পত্রিকার স্টাফ রিপোটার আজিজুল ইসলাম উপস্থিথ হয়ে বিষয়টি মিমাংশ করে দেন।এর পরে সন্ধা ৬ঃ৩০ এর দিকে আগের ঘটনাকে কেন্দ করে বিলের চরে হাসমতের দোকানে সাংবাদিক আজিজুল ইসলামকে মারার জন্য মদ্য পান করে এসে চুপে সারে ওত পেতে থাকেন আজাদ ও তার লোকজন।বিলের চড়ের অবস্থা খারাপ দেখে সাংবাদিক আজিজুল ইসলাম ইবি থানা পুলিশকে অবহিত করেন।দায়িক্তগত অবস্থা আজিজুল ইসলাম মোবাইলে ছবি ধারনের সময় দোকানে বসে থাকা ১/আজাদ ইসলাম(৩৫) পিতা আবজেল ইসলাম. ২/মোঃ জহুরুল ইসলাম (৩৫) পিতা ছাত্তার মন্ডল,৩/ মনিরুল ইসলাম(৩৭) পিতা কছের আলী। তারা এসে দৈনিক দেশের বানী পত্রিকার স্টাফ রিপোটার ও কুষ্টিয়ার ইবি থানা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের দপ্ত্রর সম্পাদক আজিজুল ইসলামকে মার ধোর করেন। তবে এই বিষয়ে ইবি থানায় একটি লিখিত অভি্যোগ করা হয়েছে।তবে আমরা আরো জানতে পারি যে আজাদ গ্রুপের ৩ জন মাদকাক্ত, তারা নিয়মিত বিলের চরে মাদক সেবন করেন,এবং দূর থেকে আসা মাদক সেবীদের সাহায্য করেন।অতি দ্রত সাংবাদিক আজিজুল ইসলামের মারধোরের ঘটনার জন্য ইবি থানা পুলিশকে দোষীদের আইনের আওতায় এনে শাস্থির দাবি যানাচ্ছি।এবং আইনের আওতায় না আনা পর্যন্ত সাংবাদিকরা কঠোর থেকে কঠোর আন্দলোন শুরু করবে।