নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) টিনা পালের সংবর্ধনা এবং বদলি হওয়া ইউএনওকে বিদায় জানানো হয়েছে।
অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা পরিষদ, অফিসার্স ক্লাব, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান. ঠিকাদার, সচিব ও তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী এসোসিয়েশন।
বুধবার বিকেল ৪টায় বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন মিলনায়তনে অনুষ্ঠিানের মাধ্যমে ইউএনও টিনা পালকে বিদায় জানানো হয়। সভায় প্রধান অতিথি নোয়াখালী-১ (চাটখিল -সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিনের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) অংগ্যজাই মারমার সঞ্চালনায় অনু্ষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ভিপি নুরুল হক চৌধুরী,সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার পারুল, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাইনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, সহ সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার ও সোনাইমুড়ী উপজেলার মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড সদস্যরা।
বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মাস্টার আবু ইউসুফ, মহিলা আওয়ামীলীগ সভাপতি লুবনা মরিয়ম সুবর্ণা, জেলা যুবলীগ সদস্য আবু সায়েম, সাংবাদিক বেলাল হোসেন ভুইয়া. বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন অর রশিদ।
তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ আব্দুল মতিন, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন মনির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গোলাম মাওলা, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি পতিত বন্ধু দেবনাথ, উপজেলা পরিষদের সিএ মাহাবুবুল আলমসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ঠিকাদার, সচিব, তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারীবৃন্দ।