মৃত মুক্তিযোদ্ধা পিতার ভাতার জন্য মায়ের উপর ছেলের অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের উত্তর শাকতলা মেলেটারীর নতুন বাড়ীতে। এ ঘটনায় মা আনোয়ারা বেগম বাদী হয়ে ছেলে জাহাঙ্গীরসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫/১৬ জনকে বিবাদী করে সোনাইমুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
থানা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উত্তর শাকতলার মেলেটারী বাড়ীর বীরমুক্তিযোদ্ধা মৃত শফিক উল্যাহ মারা যাওয়ার পর তার স্ত্রী আনোয়ারা বেগমের ২ ছেলে মায়ের ভরণ পোষণ গ্রহণ না করায় ভাতার টাকা দিয়ে জীবনযাপন করে আসছেন তিনি। ভাতার টাকার জন্য ছেলে আমির হোসেন জাহাঙ্গীর দীর্ঘদিন থেকে তার মায়ের উপর নির্যাতন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৫ মে আনোয়ারা বেগম তার মেয়ে সুমিকে গাছের আম দেওয়া ও ভাতার টাকা নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হয় জাহাঙ্গীরের। এরই জের ধরে জাহাঙ্গীর, তার স্ত্রী শিউলি আক্তার, শ্যালক বাবলু, শ্বশুর খোকন ও একই গ্রামের আমির হোসেনের ছেলে মোঃ শান্তর নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল আনোয়ারা বেগমের মেয়ে ও মেয়ের জামাই মোঃ জামালের উপর উপর হামলা চালায়। এতে জামাল গুরুতর আহত হলে তাকে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।