বন্ধবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে উলিপুর প্রেসক্লাবের হলরুমে আজ সকাল ১১টায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের রচিত “স্বাধীনতার স্থপতি ও রক্তগৌরবের বাংলাদেশ” নামক বইয়ের মোড়ক উম্মোচন করেন কুড়িগ্রাম -৩ উলিপুর আসনের মাননীয় সাংসদ অধ্যাপক এমএ মতিন।
সাবেক কমান্ডার বীর মুক্তি যোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লেখক বীর মুক্তি যোদ্ধা আঃ কাদের, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আবু সাঈদ সরকার, ব্যাবসায়ী ইকবাল হোসেন চাঁদ, বীর মুক্তি যোদ্ধা মোঃ নুর মহাম্মদ সরকার প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক মুক্তি যোদ্ধাসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।