আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের অভিযানে নিষিদ্ধ টাপেনটাডল ঔষধসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ লিটন আহম্মেদ (৩৫), পিতা-মৃত গোলবার হোসেন, মোঃ নজরুল ইসলাম (৬৩), পিতা- মৃত আলহাজ মোশারফ হোসেন, উভয়ের বাড়ি সলঙ্গা থানাধীন চরিয়া শিকার উত্তরপাড়া গ্রামে এবং উল্লাপাড়া উপজেলার সরাতৈল গ্রামের মৃত নুরনবী তালুকদারের ছেলে মোঃ আহসান হাবিব তালুকদার (৩০)।
র্যাব-১২ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় মঙ্গলবার (২৫ মে) গোপন তথ্যের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি দল সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচক্কর এলাকায় অভিযান চালিয়ে ৫৮৫ পিচ (Centradol-378, Cynta-190, Lopenta-10, Centra-7) Tapentadol গ্রুপের নেশা জাতীয় মাদক দ্রব্য টাপেনটাডল ট্যাবলেট (Tapentadol) সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত নেশা জাতীয় মাদক দ্রব্য টাপেনটাডল ট্যাবলেট সহ ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ২৯(ক) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।