আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ কাজিপুরের ২ নং চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
এতে সভাপতিত্ব করেন এবং ২০২১ এর বাজেট উপস্থাপন করেন , ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল। এসময় তিনি গত ২০২০-২১ অর্থবছরের রাজস্ব ও উন্নয়ন প্রকল্পের বিবরণী তুলে ধরেন।
২০২১-২২ অর্থবছরের বাজেটে রাজস্ব এবং উন্নয়নসহ মোট সম্ভাব্য আয় ধরা হয় ৪ কোটি ৮২ লাখ ৮৮ হাজার ২৭০ টাকা ও ব্যয় ধরা হয় ৪ কোটি ৮১ লাখ ৪৮ হাজার ২৭০ টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয় ১লাখ ৪০ হাজার টাকা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সচিব খোরশেদ আলম।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক, শিক্ষক, কৃষক, ব্যবসায়ীসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ইউপি সদস্যসহ অত্র ইউনিয়নের জনসাধারণ।