আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের কাজিপুরের সদর ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ মে বৃহস্পতিবার অএ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট সভায় সভাপতিত্ব করেন কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান- টি,
এম আতিকুর রহমান নান্নু।
এসময় তিনি গত ২০২০-২১ অর্থবছরের রাজস্ব ও উন্নয়ন প্রকল্পের বিবরণী তুলে ধরেনএবং ২০২১-২০অর্থ বছরের বাজেট পেশ করেন।
অএ ইউনিয়নে ২০২১-২২ অর্থবছরের বাজেটে রাজস্ব এবং উন্নয়নসহ মোট সম্ভাব্য আয় ধরা হয় ২কোটি ৫৪লাখ ৭ হাজার ৬৪টাকা ও ব্যয় ধরা হয় ২ কোটি ৫৩লাখ ৪৬হাজার ১২২ টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয় ৬০হাজার৯ শত৪২ টাকা।
এ সময় ইউনিয়ন ইউপি সচিব মাহবুব কবির, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব , শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, ইউপি সদস্যসহ জনসাধারণ উপস্থিত ছিলেন। উল্লেখ যে, অনুষ্ঠানটি ছিল অংশগ্রহণ মূলক কর্মপরিকল্পনা প্রনয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতামুলক।