আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদের ২০২১-
২০২২ অর্থ বছরের খসড়া উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
রোববার (৩০ মে) সকালে সয়দাবাদ ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে- এ বাজেট ঘোষণা করা হয়। ১০ নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলামের এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ আসলাম উদ্দীন ।২০২১-২০২২ অর্থ বছরের জন্য বাজেটে ৪ কোটি ৪ লক্ষ ৪৪ হাজার ৬শত -৬৫ টাকা সম্ভাব্য আয় এবং ৪কোটি ৩লক্ষ৩৮ হাজার ৫শত টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে। এছাড়াও বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ১লক্ষ ৬হাজার ১ শত ৬৫ টাকা । আগামী অর্থ বছরের বাজেটে রাস্তাঘাট ও যোগাযোগ, কৃষি ও বাজার , শিল্প ও কুটির, ভৌত অবকাঠামো প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন,সেবা, শিক্ষা, স্বাস্থ্য, মানব সম্পদ,দারিদ্র হ্রাসকরণঃ সামজিক নিরাপত্তাসমূহ ও প্রাতিষ্ঠানিক সহায়তা, পল্লী উন্নয়ন ও সমবায় সহ সামাজিক উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়। এসময় উপস্থিত ব্যক্তিবর্গ বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা বক্তব্য রাখেন।
উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউপি সদস্য – মোঃ সিরাজুল ইসলাম, খলিলুর রহমান খলিল, সেলিম সেখ, মাসুদ রানা, আব্দুল মমিন, রাজু আহমেদ, মান্নান হোসেন, প্রিয়া বেগম, সীমা বেগম, ইতি রানী, বিভিন্ন পেশাজীবীর মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।