আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মোবাইল গেম খেলতে না দেওয়ায় অভিমানে গ্যাসের ট্যাবলেট খেয়ে রাফি নামের অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে।
নিহত স্কুলছাত্র রাফি উপজেলার রাজমান গ্রামের শাহ আলীর ছেলে।
রবিবার (৩০ মে) রাত ৯টার দিকে উপজেলায় দূর্গানগর ইউনিয়নে রাজমান গ্রামে এই ঘটনা ঘটে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আসাদ জানান, মোবাইল গেম খেলতে নিষেধ করায় বাবা মার উপরে অভিমান করে গ্যাস ট্যাবলেট খেলে রাফি ভীষণ অসুস্থ হয়ে পড়লে তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের বাবা মার কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে পোষ্ট মার্টেম ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে ।