।। স্টাফ রিপোর্টার।।
কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আজ ৩ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাংবাদিকদের নিয়ে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সহ সভাপতি মীর আল আরেফিন বাবু। সভা পরিচালনা করেন ডাঃ রাকিবুল ইসলাম।
সভায় সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল হক বলেন, গণমাধ্যমে ব্যাপক প্রচার প্রচারনার মাধ্যমে ক্যাম্পেইন’র খবর ছড়িয়ে দিতে হবে। মাঠের খবর তুলে ধরতে হবে। তবে কোন আতংক না ছড়িয়ে গঠনমুলক সাংবাদিকতার মাধ্যমে নতুন প্রজন্মকে সুস্থ হিসেবে গড়ে তুলতে হবে। সুস্থ জাতি গঠনে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে হবে। তিনি আরও বলেন, কুষ্টিয়ার প্রতিটি শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনতে সাংবাদিকদের সহযোগীতা প্রয়োজন। আপনাদের লেখনীতে যে তথ্য উপাত্ত উঠে আসবে তাতে সমাজ ও জাতি চরমভাবে উপকৃত হবে।
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার যুগ্ম সাধারন সম্পাদক মিলন উল্লাহ, কোষাধ্যক্ষ আখতারুজ্জামান মৃধা পলাশ, বিএফইউজের নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, মাহমুদ হাসানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২০ জন সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহন করেন।