মে মাসের অপরাধ দমন ও সার্বিক মূল্যায়নের ভিত্তিতে নোয়াখালীর সোনাইমুড়ী থানার ওসিসহ ৪ পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। এ সময় তাদের হাতে বিশেষ সম্মাননা স্বারক, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেয়া হয়।
বৃহস্পতিবার সকালে মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ লাইন্সের শহীদ মনিরুল হক হলে তাদেরকে পুরস্কৃত করা হয়। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিনকে (জেলার দ্বিতীয়) ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদকে (জেলার প্রথম) আইনশৃংখলা নিয়ন্ত্রণ, তদন্ত ও সার্বিক বিষয়ে পুরস্কৃত করা হয়। এ এস আই সোহেলকে ওয়ারেন্ট তামিলকারী (জেলার দ্বিতীয়) ও এ এস আই আরমানকে অভিন্ন মানদন্ড ক্যাটাগরীতে (জেলার তৃতীয়) হিসেবে পুরস্কৃত করা হয়।