আজ শুক্রবার উই ফর ইউ ফাউন্ডেশন চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উই ফর ফাউন্ডেশন চুয়াডাঙ্গা সভাপতি মো:ফয়সাল বিশ্বাস অন্তর এর সভাপত্বিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন খান মাসুম ভাই উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রত্যয় নাজিম, সহসভাপতি নয়ন ,সহসাধারণ সম্পাদক রাবেয়া মল্লিক, তথ্য বিষয়ক সম্পাদক ইমন মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক জয়নব নেছা তৃণা,
সাংগঠনিক সম্পাদক ফাহিম ,সহসাংগঠনিক সম্পাদক মনিরুল, পরিবেশ বিষয়ক সম্পাদক উজ্জ্বল জোয়ার্দ্দার, অর্থ বিষয়ক সম্পাদক আর জে ছিদ্দিক ,এছারাও আরো উপস্থিত ছিলেন সাঈম হোসেন মিজি,আবুবকর,আলো,ফরহাদ সুবর্না,তুহিন,সানজিদ এবং সাংগঠনিক সদস্য বিন্দ।
এসময় সভাপতি বলেন সমাজের অসহায় পথশিশু সহ সুবিধা বঞ্চিত মানুষের পাসে এসে দারাতে জেলা ও দেশের সর্ব স্তরের মানুষকে সামাজিক মূলক কাজে এগিয়ে আসার আহবান জানান।