গাছ লাগান পরিবেশ বাঁচান’ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের নেতাকর্মীসহ দেশবাসীকে দেশের খাদ্য নিরাপত্তার পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি দিকনির্দেশনায় কুমারখালী উপজেলাতে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে।
সোমবার ১১টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন সার্বিক তত্ত্বাবধানে উপজেলার অডিটোরিয়াম প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচি পালন এ উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র হারুন-অর-রশিদ, কাউন্সিলর এস এম রফিক , তুহিন শেখ, রবিউল আওয়াল, মহব্বত হোসেন, তুহিন মুন্সি, সোহেল রানা, কুটিন বিশ্বাস, মনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম ভুট্টো, নয়ন শেখ, ইমরান, শাহিন আলম ও জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।