কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রলি উল্টে হেলপার নিহত হয়েছে। এতে ট্রলিটির ড্রাইভার ও অপর এক যাত্রী মারাত্মক ভাবে আহত হয়েছে। জানাগেছে, ৭ জুন (সোমবার) সকালে সোনাহাট স্থল বন্দর এলাকা থেকে একটি ট্রলি ভূরুঙ্গামারী আসার পথে লক্ষ্মীমোড় নামক স্থানে পৌছলে ট্রলিটি উল্টে যায়। এতে ঘটনা স্থলেই ট্রলির হেলপার শাহীন মিয়া (২৫) নিহত হয়। নিহত শাহীন মিয়া বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুর কুটি গ্রামের মৃত নুরুজ্জামানের পুত্র।
স্থানীয়রা ড্রাইভার মুন্না মিয়া (২০) এবং যাত্রী রাকিব(১৮) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ভর্তি করায়। আহত দুজনই বানুর কুটি গ্রামের বাসিন্দা। ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত চিকিৎসক ডাঃ আব্দুল হান্নান বলেন রাকিব নামক রোগীটির অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।