নোয়াখালীর সোনাইমুড়ীতে বিআরটিসি বাসের হেল্পার ও কাউন্টারের মালিক কর্তৃক যাত্রীর লাঞ্ছিত ঘটনা ঘটেছে।
বুধবার (৯জুন) সকাল সাতটার দিকে সোনাইমুড়ী বাইপাস বাস কাউন্টারের এ ঘটনা ঘটে।
উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ছায়েদুল হকের পুত্র শাহজাহান সাজু বিআরটিসি বাসে করে নোয়াখালী সোনাইমুড়ী হইতে সিলেট রওনা হয়।
সকাল সাতটায় সিলেট যাওয়ার জন্য সোনাইমুড়ী বাইপাসের বিআরটিসি কাউন্টারে টিকেট কাটতে গেলে দুই টি সিট এর সদস্য টাকার পরিবর্তে দুই হাজার টাকা দাবি করেন কাউন্টার কর্তৃপক্ষ।
পরে তিনি বাসে উঠতে চাইলে বাসের হেলপার ও কাউন্টার কর্তৃপক্ষ তার সাথে হাতাহাতি ও খারাপ আচরণ করেন এবং তার ব্যবহৃত হ্যান্ড সেটটি নিয়ে যায়।
এই নিয়ে তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) চেয়ারম্যান তাজুল ইসলাম এর কাছে অভিযোগ করেছেন, এছাড়াও বিআরটিসি বাস কর্মচারী-কর্মকর্তারা প্রতিনিয়ত যাত্রীদের সাথে দুব্যবহার, অতিরিক্ত ভাড়া নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের।