নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার
শিমুলিয়া গ্রামের মিলন (৪২) সোনাইমুড়ী বাজার থেকে ফিরে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
শনিবার (১২ জুন) দুপুর ১ টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বসত ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সোনাইমুড়ী উপজেলার শিমুলিয়া গ্রামের ছিদ্দিক বেপারী বাড়ীতে ঘটনাটি ঘটে। নিহত মিলন উপজেলার শিমুলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাষ্টারের ছেলে ও পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শিমুলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাষ্টারের ছেলে মিলন ব্যক্তি গত জীবনে চরম অর্থকষ্টে ছিলো, তাই ধারনা করা যাচ্ছে জীবনের প্রতি অভিমান করে নিজ ঘরে আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন আত্মহত্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতহালে লাশের শরীরে আঘাতের চিণ্হ পাওয়া যয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।