আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গরু চুরি চক্রের ১০ সদস্যকে গরুসহ গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। চুরি কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান আটক করেছে।
আটককৃত আসামীরা হলো, শাহজাদপুর উপজেলার জগন্নাতপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে মোঃ খলিল (৩৫), সড়াতৈল গ্রামের মন্টুর ছেলে মোঃ মোজাহার (৩৪), উল্লাপাড়া উপজেলার ভট্রকাওয়াক গ্রামের মৃত আব্দুর রাজ্জাক শেখের ছেলে দয়াল (৪৫), বেলকুচি উপজেলার চর গোপালপুর গ্রামের মৃত আব্দুস সোবহান আকন্দের ছেলে মোঃ আমিনুল ইসলাম (৫৫), চর মেটুয়ানি গ্রামের হোসেন মন্ডলের ছেলে মোঃ বাবু মন্ডল (২৫), শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামের জামাল হোসেনের ছেলে মোঃ লিটন আহাম্মেদ (২৩), এনায়েতপুর থানার রুপনাই গ্রামের মোতাহার হোসেন সরকারের ছেলে ঝন্টু (৫০), নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার রুপগঞ্জ নয়াপাড়া গ্রামের মোঃ হাজিবুর রাহমানের ছেলে মো. নাজমুল হোসেন (৩৫), নাটর থানার তেবাড়িয়াহাট গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মোঃ বাবলু মিয়া (৩৮), শাহজাদপুর উপজেলার দাড়িয়াপুর নতুনপাড়া গ্রামের মুত আমজাদ হোসেনের ছেলে মোঃ হাজী জিল্লুর রহমান কসাই ( ৫৩)।
এ বিষয়ে উপজেলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস (পিপিএম) জানান, উপজেলা এনায়েতপুর গ্রামে মোতাহার হোসেন উল্লাপাড়া মডেল থানায় গত ১০ জুন ২০২১ইং তারিখে মামলা নং-১৩ ধারা-৪৫/৩৮০ একটি মামলা দায়ের করেন। মামলা তদন্তে মো. খলিল, মো. মোজাহার, দয়াল ও আমিনুল ইসলামকে উল্লাপাড়া পৌর এলাকার ঘোসগাঁতী একটি মেস থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৪ জনের স্বীকারোক্তি অনুযায়ী গরু পাচারের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও গাড়ির ডাইভার মোঃ লিটন আহাম্মাদকে গ্রেফতার করা হয়। ঝন্টু ও দয়াল কে এনায়েতপুর থানা থেকে গ্রেফতার করা হয়। এদের স্বীকারোক্তি অনুযায়ী ঢাকা গাবতলী অভিযান চালিয়ে নাজমুল ও কসাই হাজী জিল্লুর রহমান সহ একটি গরু উদ্ধার করা হয়েছে।
বাকি দুইটা গরু বিক্রি করেছে বলে জানা যায়। বুধবার (১৬ জুন) গ্রেফতারকৃত আসামীদের সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরন করেছে আদালত।