আজ বুধবার মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার,ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়ার সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় মোঃ নাসির উদ্দিন,অফিসার ইনচার্জের সহযোগিতায় দৌলতপুর থানার চৌকস অফিসার ফোর্সদের সমন্বিত প্রচেষ্টায় ৪ (চার) কেজি গাঁজা সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন দৌলতপুর থানা পুলিশ।
আককৃতরা হলেন ১. মোঃ জামিরুল ইসলাম (৪২), পিতা- মৃত সামসুদ্দিন মন্ডল স্থায়ী : গ্রাম- মহিষকুন্ডি (মাঠপাড়া) , উপজেলা/থানা- দৌলতপুর, জেলা -কুষ্টিয়া ২.মোঃ ভাষান আলী (৩০), পিতা- মোঃ ইয়ার আলী স্থায়ী : গ্রাম- মহিষকুন্ডি (মাঠপাড়া) , উপজেলা/থানা- দৌলতপুর, জেলা -কুষ্টিয়াদ্বয়কে গ্রেফতার পূর্বক নিয়মিত মামলা রুজু করা হয়। এবিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন জানান, থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে।