১৯ জুন শনবাির কুষ্টিয়ার সুযােগ্য পুলিশ সুপার জনাব । মােঃ খাইরুল আলম , মহােদয়ের নির্দেশে জনাব মােঃ আতিকুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার , সদর সার্কেল , কুষ্টিয়ার সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় মােঃ ছাব্বিরুল আলম , অফিসার ইনচার্জ , কুষ্টিয়া মডেল থানা , কুষ্টিয়া’র সহযােগিতায় এসআই ( নিঃ ) / মােঃ সাহেব আলী , সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় মাদক ব্যবসায়ী উজ্জল রায় ( ২৫ ) , পিতা – শুকুমার রায় , সাং – বটতৈল উত্তরপাড়া , থানা । জেলা – কুষ্টিয়াকে ৩৫ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার পূর্বক নিয়মিত মামলা রুজু করা হয় । থানা এলাকার সার্বিক আইন – শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে ।