আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার
ঘুড়কা ইউনিয়নের একটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ছয়টি কমিউনিটি ক্লিনিকের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী’ (নেবুলাইজার মেশিন ,ওজন মাপার মেশিন,’ ডায়াবেটিস পরীক্ষার যন্ত্র,ব্লাড প্রেসার মাপার যন্ত্র এক সেট, হ্যান্ড সেনেটারী এবং মাক্স ) বিতরণ করা হয়েছে।
সোমবার (২১জুন) সকালে ঘুড়কা ইউনিয়ন পরিষদে বিতরন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরন করেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল আলম।
এ সময় উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) সুবির কুমার দাস সহকারী কমিশনার , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার, ইউপি সচিব মিজানুর রহমান, ইউপি সদস্যরা -সহ স্থানীয় কমিউনিটি ক্লিনিক কর্মকর্তাগণ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।