আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী
মহিলালীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ জেলা আওয়ামী মহিলালীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভায়-
বাংলাদেশ আওয়ামী মহিলালীগ, সিরাজগঞ্জ সদর উপজেলার সভাপতি হাসিনা বানু রুমা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার ।
সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী মহিলালীগের সাধারণ সম্পাদক শিউলী আক্তার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বীরমুুুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, বাংলাদেশ আওয়ামী মহিলালীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা পরিষদের সদস্যা অ্যাডভোকেট কাজি সেলিনা পারভীন পান্না প্রমূখ।
বর্ধিত সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মহিলালীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা।
বক্তরা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন নারী হয়ে দেশের উন্নয়নে যে অবদান রেখে যাচ্ছেন, বিশ্বের দরবারে বাংলাদেশকে যে সম্মানজনক অবস্থানে নিয়ে গেছেন, আজ সারা বিশ্ব নেতৃবৃন্দ শেখ হাসিনার সফল নেতৃত্বের প্রশংসা করছেন, দেশের শতকরা ৫০% ভাগ নারী নারীদের সকল ক্ষেত্রে এগিয়ে আসতে হবে তাহলেই দেশরত্ন শেখ হাসিনার লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের মধ্যে একটি উন্নত বাংলাদেশ বাস্তবায়ন করা যাবে।তাই তৃণমূল থেকে আমাদের অবদান রাখতে হবে। সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী সুযোগ্য সন্তান প্রয়াত মোহাম্মদ নাসিমকে আমরা হারিয়েছি। তার ক্ষতি কোনো পূরণ হবে না। প্রতিটি উপজেলা ও ইউনিয়ন আওয়ামী মহিলালীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান করেন।
এ সময় জেলা আওয়ামী মহিলালীগের সহ-সভাপতি ফারজানা সিদ্দিক আপু বারী, থানার কমিটির সদস্য নাদিরা সুলতানা সহ সদর উপজেলা ও ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক, মহিলা আওয়ামী লীগ সদস্যরা উপস্থিত ছিলেন ।