করোনায় লকডাউন ঘোষিত জেলাগুলো থেকে মানুষের আগমন রুখতে কুষ্টিয়া জেলাকে একপ্রকার অঘোষিত লকডাউন করেছে পুলিশ। এলক্ষ্যে কুষ্টিয়া জেলার তিনটি মহাসড়কে চেকপোস্ট বসিয়ে জরুরি সেবার আওতাভুক্ত বাদে সকল যানবাহন পুশব্যাক করছে হাইওয়ে পুলিশ। এছাড়া জরুরি সেবার নামে কোনো ট্রাক,গাড়ি বা অ্যাম্বুলেন্সে মানুষ পরিবহন করছে কি না,তা নিশ্চিতে কঠোরভাবে তল্লাশি চালাচ্ছে হাইওয়ে পুলিশ।
শনিবার (২৬ জুন) সকাল থেকে কুষ্টিয়া-ঝিনাইদা, কুষ্টিয়া-রাজবাড়ী ও কুষ্টিয়া-পাবনা মহাসড়কের সীমান্ত এলাকাগুলোতে এ কার্যক্রম জোরদার করা হয়।
চৌড়হাস হাইওয়ে থানার ইনচার্জ জুলহাস সকালের সময় কে বলেন, জেলায় বাইরে থেকে মানুষ আসতে শুরু করেছে। করোনার সংক্রমণ রোধে আমরা জেলার মহাসড়কের পর্যায়ের সীমান্তে চেকপোস্ট দিয়েছি যাতে বাইরের কেউ ঢুকতে আর ভেতরের কেউ বের হতে না পারে। তবে সরকার ঘোষিত আওতামুক্ত জরুরি যানবাহনগুলোকে গন্তব্যস্থলে পৌঁছাতে আমরা সহায়তা করছি।এমন অবস্থায় সম্ভাব্য সংক্রমণ রোধে আগত মানুষকে সঙ্গরোধে রাখার পাশাপাশি নতুন করে আগমন রোধে মহাসড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে ওষুধ,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী,রোগীবাহী গাড়ি, কৃষিপণ্যসহ জরুরি সেবার আওতাভুক্ত গাড়িগুলো বাদে অন্য সকল যানবাহন ফিরিয়ে দেয়া হচ্ছে।