আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলা পরিষদের এর নিজস্ব তহবিল হতে ২০২০- ২০২১ অর্থ বছরের মেধাবী ছাত্র -ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। জেলা পরিষদের হল রুমে ছাত্র -ছাত্রীদের মাঝে নগদ ১২,৫৭,০০০ টাকা বিতরণ করা হয় ২৭৭ জনের মাঝে দেওয়ার হয়।
বুধবার(৩০জুন) সকালে সিরাজগঞ্জ জেলা পরিষদের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত সচিব কামরুন নাহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলার পরিষদের সদস্য মোফাজ্জল হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, যুগান্তর পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জেহাদুল ইসলাম, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি গাজী শাহাদত হোসেন ফিরোজী, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি স্বপন মির্জা, প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক বৃন্দরা।