বহুল প্রচারিত ও জনপ্রিয় WNN টিভির কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক সাদমান আল শামস। WNN24 টেলিভিশন এর CEO মোঃগফুর খান নিয়োগপত্রের বিষয়টি নিশ্চিত করেন। WNN24.TV এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় WNN24.TV এর CEO মোঃ গফুর খান ও ডিরেক্টর ঃ মোঃ রুবেল আহমেদ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তরুণ সাংবাদিক সাদমান। এবং কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) ও কুষ্টিয়া ইউনাইটেড প্রেস ক্লাবের পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন ❣