বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মোকাবেলার মনির অক্সিজেন লিমিটেড কুষ্টিয়া,এমডি মনিরুল ইসলাম মনির প্রতিটি ১২০ কেজি ওজনের ০৫টি এবং প্রতিটি ২৫ কেজি ওজনের ০৫টিসহ মোট ১০ (দশ)টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার এবং জনাব মাহমুদ তৈয়বুর বান্দা(পালন) ১০টি ফ্লোমিটার ও ১০টি অক্সিমিটার মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়ার নিকট হস্তান্তর করেন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষের নিকট অক্সিজেন বুঝিয়ে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ডাঃ মোছাঃ নাজমা খাতুন, মেডিকেল অফিসার(বিসিএস,স্বাস্থ্য) পুলিশ হাসপাতাল, কুষ্টিয়া, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, টি আই (এডমিন) কুষ্টিয়াসহ অন্যান্য অফিসার ফোর্স।