আজিজুর রহমান মুৃন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জে জেলার কোভিড-১৯ এ ক্ষতি গ্রস্থ ৭’শত দোকান কর্মচারীদের মাঝে খাদ্যের সহায়তা প্রদান করা হয়েছে । জেলা প্রশাসনের আয়োজনে ও আবুল খায়ের গ্রুপ এর সহযোগিতায় – স্বাস্হ্য বিধিমেনে এ ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ১৩ জুলাই)সকাল হতে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ শহরে শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে এই ৭০০জন দোকানকর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ । সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা ও আফিফান নজমু এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, লকডাউনে থাকা পুরাে পরিবারকে সরকারের পক্ষ সকল প্রকার সহযােগিতা প্রদান করা হচ্ছে।
সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলে, মাস্ক পরিধান করতে হবে।ঘন ঘন সাবান /ডিটারজেন্ট পাউডার দিয়ে হাত ধৌত করতে হবে এবং সবাইকে বাড়িতে থাকার আহবান জানান।
এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ সহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার গণ উপস্থিত ছিলেন।