রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির নদীবেষ্ঠিত ১ নং ওয়ার্ডের কুশাহাটায় স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত।
আজ ১৮ জুলাই -২১ (রবিবার) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে দুর্গম চর কুশাহাটা মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার বিশ্বাস। কুশাহাটার অসহায় পরিবারের মাঝে স্বাস্থ্য সেবার পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ মাহমুদের নির্দেশনায় ইপিআই কার্যক্রম পরিচালনা করেন স্বাস্থ্য সহকারি মোশারফ হোসেন।
চিকিৎসা সেবায় অন্যান্যদের মধ্যে ছিলেন-দৌলতদিয় ইউপি সংরক্ষিত মহিলা সদস্য চম্পা বেগম, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক রাসেল আহমেদ, মোঃ সাজ্জাদ হোসেন,কাউন্সিলর রেনু আক্তার, প্যারামেডিক শিহাব উদ্দিন, হারুন -অর-রশীদ,বেদেনা আক্তার প্রমুখ।
স্বাস্থ্য ক্যাম্প সম্পর্কে দৌলতদিয়া গণস্বাস্থ্য ক্যাম্পের মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার বিশ্বাস বলেন-আমরা প্রতিমাসে অসহায়,হত-দরিদ্র পরিবারের মাঝে এধরণের স্বাস্থ্যসেবা ক্যাম্প করে থাকি। এমন অনেক এলাকা আছে যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, সেসকল এলাকায় গিয়ে গিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে।