কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের নির্দেশনায় মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়ার সার্বক্ষণিক তদারকি ও মোঃ শফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত), দৌলতপুর থানার প্রত্যক্ষ তদারকিতে থানার চৌকস অফিসার এসআই/অরুন কুমার দাস, এসআই/মোঃ রোকনুজ্জামান, এএসআই/মোঃ আইয়ুব আলী ও ফোর্সদের সমন্বিত প্রচেষ্টায় দৌলতপুর থানাধীন লাউবাড়ীয়া গ্রামের আশিস মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পশ্চিম এলাকায় বিকাল ৩টা ১০ ঘটিকায় এক অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের সময় মোঃ রাজু আহম্মেদ (৩০), পিতা- মোঃ মজিবর রহমান, সাং-লাউবাড়িয়া, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া এর দখল থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২০ জুলাই) কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। আসামি মোঃ রাজু আহম্মেদ (৩০) কে গ্রেফতার করা হয় এবং অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে তার বিরুদ্ধে ১৯৭৮ সালের অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে।