:আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সাংসদ মাহবুবউল আলম হানিফের উদ্যোগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার সরবরাহ করা হচ্ছে।
সোমবার (২৬ জুলাই) থেকে কুষ্টিয়া হাসপাতালে করোনা ইউনিটে প্রোটিন সমৃদ্ধ খাবার সরবরাহ শুরু হয়। যা এখন থেকে এ হাসপাতালে চলমান থাকবে বলে জানা গেছে।
সিদ্ধ ডিম, খেজুর, মাল্টা, কলাসহ প্রোটিন যুক্ত এ খাবার হাসপাতালে বিতরণের কাজ করছেন স্বেচ্ছাসেবী ছাত্রলীগের নেতাকর্মীরা। এ বিষয়ে স্বেচ্ছাসেবক টিমের প্রধান ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ বলেন, এই অতি মহামারিতে যখন মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা সকল পর্যায়ের নেতা কর্মিদের মানুষের পাশে থেকে কাজ করার নির্দেশ দেন, ঠিক তখনি কুষ্টিয়া মাটি ও মানুষের নেতা,বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা জনাব মাহবুবউল আলম হানিফ ভাইয়ের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায়,আমাদের ৬৫ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের ২২ মার্চ ২০২০ থেকে আজ পর্যন্ত চলমান,৪৯০ দিন,৪ ঈদ করোনা আক্রান্ত রোগীর সেবায় রাত-দিন ২৪ ঘন্টা,করোনা আক্রান্ত রোগীর মেডিসিন,সরবরাহ,অক্সিজেন সরবরাহ,অক্সিজেন লাগিয়ে দেওয়া,বিশুদ্ধ পানি সরবরাহ,কোন রোগী মারাগেলে স্বাস্থ্য বিধি ও ধর্মীয় আচার মেনে সৎকার সহ সতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জননেতা মাহবুবউল আলম হানিফ ভাইয়ের উদ্যোগে এবার কুষ্টিয়া হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের প্রোটিন সমৃদ্ধ খাবার সরবরাহ করা হচ্ছে। রোগীর জন্যে সিদ্ধ ডিম, খেজুর, মাল্টা, কলাসহ প্রোটিন সমৃদ্ধ খাবার সরবরাহের জন্য গতকাল আমাদের হাতে পৌছে দেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ অজয় সুরেকা দাদা এবং করোনা ওয়ার্ডে নিয়োজিত বাংলাদেশ ছাত্রলীগ,কুষ্টিয়া জেলা শাখার স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা রুগীর হাতে খাবারগুলো পৌছে দেয় । আমরা নেতার এ উদ্যোগকে স্বাগত জানাই। তিনি আরও বলেন, করোনায় এমনিতে মানুষের শরীর দুর্বল হয়ে যায়।
কাজেই শরীর ঠিক রাখতে প্রোটিন সমৃদ্ধ এসব খাবার খুবই উপকারী। এসব খাবার পেয়ে মানুষ যে কি পরিমাণ খুশি হচ্ছে আমরা যারা সেখানে কাজ করছি কেবল তারাই সেটি উপলব্ধি করতে পারছি।
তিনি বলেন, করোনার এ সঙ্কটকালে মানুষের পাশে দাঁড়িয়ে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করায় নেতা মাহবুবউল আলম হানিফের ভূয়সী প্রশংসা করেছেন এ অঞ্চলের মানুষ। সাধারণ মানুষ নেতার জন্য দোয়া করছেন।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও করোনা ডেডিকেটেড হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল মোমেন জানান, মানব দেহে রোগ প্রতিরোধ প্রোটিন সমৃদ্ধ এসব খাবার খুবই উপকারী।খুবই ভালো ও প্রশংসিত একটি উদ্দোগ নিয়েছেন মাহাবুবউল আলম হানিফ এমপি।যদি রুগীরা প্রতিদিন এভাবে প্রোটিনযুক্ত খাবার পায় তাহলে খুবই ভালো হবে তাদের স্বাস্থ্য জন্য।এছাড়া প্রতিটি করোনা রুগীর খাবারের জন্য ৩০০ টাকা ও নন কোভিড রুগীর জন্য ১২৫ টাকা বরাদ্ধ রয়েছে। বরাদ্ধকৃত খাবার ঠিকাদারের মাধ্যমে প্রতিদিন রুগীর জন্য দেয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে সাংসদ মাহাবুবউল আলম হানিফ বলেন, আমরা যারা রাজনীতি করি, রাজনীতির মূলনীতি হচ্ছে জনগণের সেবা করা। সাধারণ মানুষ যখন অসুস্থ হয় বা দুর্যোগ বিপাকে অথবা কোন সমস্যায় পড়ে তখন তাদের পাশে দাঁড়িয়ে সহায়তা করা আমাদের রাজনীতির মূল কাজ। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে এ পর্যন্ত যা করা হয়েছে তা নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে করা হয়েছে।