আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে জেলাতেও জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২১ শুরু হয়েছে।
জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজন – সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হলো -“বেশী বেশী মাছ চাষ করি,বেকারত্ব দূর করি”।
শনিবার (২৮আগষ্ট-২০২১) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ জেলা মৎস্য অফিসের হলরুমে স্বাস্থ্যবিধি অনুসরণ করে- ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১, প্রস্তুতিমূলক সভা সহ মাইকিং এর প্রচার করা হয় এবং পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করবেন -জেলা প্রশাসক ফারুক আহাম্মাদ । এবং পুকুর, খালে ও জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করন সহ বিভিন্ন অনুষ্ঠানমালা মধ্যে দিয়ে জেলার সকল উপজেলা মৎস্য দপ্তরগুলো আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন করবে বলে জানা যায়।
এ সময় সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সাহেদ আলীর সভাপতিত্বে, ও সিনিয়ার সদর উপজেলার মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম ফিলিপস, গাজী এ,এইচ ফিরোজী প্রমুখ ।
এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা সাদিকুন্নাহার শিখা, সহকারি মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন সহ জেলা ও উপজেলার অন্যান্য মৎস্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ মৎস্যচাষীদের অনেকে উপস্থিত ছিলেন।