যশোরের শার্শা থানা এলাকায় ডিবি পুলিশের অভিযানে ১.৫ (দেড়) কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
আটকেরা হলো শার্শার ছোট মান্দারতলা গ্রামের
মৃত, আজিবর মন্ডলের ছেলে, ইসরাফিল মন্ডল (৬৬) ও শার্শার স্বরূপদহা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে, রাব্বি হোসেন (২১)
রবিবার (২৯ আগষ্ট) ডিবি পুলিশ শার্শা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে রাত সাড়ে ন’টার সময় মোঃ ইসরাফিল মন্ডল, ও রাব্বী হোসেন কে ১.৫ (দেড়) কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে।
যশোর গোয়েন্দা পুলিশের(ডিবি)
উপপরিদর্শক শামীম হোসেন জানান,
এবিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে।