আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদে বন্যার্ত গরীব, দুঃস্থ ও অসহায় ১৫০ পরিবারের মাঝে জি আর চাউল বিতরণ করা হয়েছে।
দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দেড় মেট্রিক টন চাউল –
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ হতে অত্র ইউনিয়নের বন্যার্ত গরীব দুঃস্থ, ও অসহায় জন পরিবারে ১০ কেজি করে চাউল বিতরণ করেন, ইউপির সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সবুর সেখ।
এ সময় ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদ সচিব সুমী ঘোষ, ইউপি সদস্য জাকির হোসেন, আবুল হোসেন , আরমান আলী আকন্দ, জুলমাত আলী, জিন্নাহ মন্ডল, রেজাউল করিম তালুকদার, খাদিজা খাতুন শিপন সহ অন্যান্য ইউপি সদস্য /সদস্যারা গ্রামপুলিশ একটি টিম উপস্থিত ছিলেন।