কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের তরুন চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান এবারের নির্বাচনে অংশ গ্রহণ করতে যাচ্ছে। তাকে নিয়েঐইউনিয়নের বিভিন্ন এলাকায়, বাজার ঘাট, চায়ের দোকান ও পাড় মহল্লায় আলোচনার কেন্দ্রবিন্দু হিসাবে পরিণত হয়েছেন। ঐ এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের আশা এবার পূরণ হতে যাচ্ছে বলে ধারণা। তরুন প্রার্থী মেহেদী হাসান তিনি সাধারণ মানুষের কাছে মানবতার ফেরওয়ালা হিসাবে পিরিচিত লাভ করেছেন। ঝাউদিয়া ইউনিয়ন একটি অধ্যশিত এলাকা নামে পরিচিত। যেখানে স্বাধীনতার যুদ্ধের পর থেকে এ পর্যন্ত সামাজিক সহিংসতায় প্রায় ৮৯টি মানুষের জীবন হারিয়েছে। সেই এলাকায় এমনকি চেয়ারম্যানকেউ সামাজিক
সহিংসতায় হত্যা করা হয়েছে বলে এলাকাসুত্রে জানা গেছে। সেখান থেকে বিভিন্ন বয়সের প্রার্থীদের তুলনায় মেহেদী হাসান সাধারণ জনগনের কাছে অনেকটাই
আস্থার প্রতীক হিসাবে পরিচিতি লাভ করেছে ইতিমধ্যেই। দৈনিক মুক্তির বার্তার বিশেষ টিম সংবাদ সংগ্রহের জন্য ঐ এলাকায় গেলে বিভিন্ন মোড়ে মোড়ে ও বাজার ঘাটে তরুন চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসানের ব্যানার ফেস্টুন
দেখা যায়। যা সাধারণ মানুষকে অনেকটা মুগ্ধ করেছে। মেহেদী হাসান ঐ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিপদে আপদে রাতদিন পাশে থেকে সেবা দিয়ে চলেছেন। সেইদিক থেকে সাধারণ মানুষ তাকে স্মরন করে প্রয়োজন পড়লেই। তিনি গরীব হতদরিদ্র মানুষের মাঝে নিজ অর্থায়নে আর্থিক সহযোগিতাসহ নানা ধরনের সেবা দিয়ে থাকেন। বর্তমানে বৈশিক মহামারি করোনা পরিস্থিতে দেশের অবস্থা লাজুক থাকলেও নিজের এলাকার মানুষকে সহযোগিতা করতে পিছুপা হয়নি। মাস্ক বিতরন থেকে শুরু করে হ্যান্ড স্যানিটাইজার, খাদ্য সামগ্রী ইত্যাদি নিজ উদ্যোগে ভুক্তভোগী মানুষের মাঝে পৌছে দেন। এমন একজন ব্যক্তি তৃণমূল নির্বাচনে ঝাউদিয়া ইউনিয়ন থেকে নির্বাচন করতে যাচ্ছে এই জন্য সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।ঝাউদিয়া ইউনিয়নের তরুন চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসানের সাথে কথা হলে তিনি জানান, আমি আওয়ামীলীগ পরিবারের সন্তান। আমি ও আমার পরিবার মুক্তিযুদ্ধের চেতনায় লালিত ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক। আমি রাজনীতি করি আমার এলাকার জনগনের জন্য। আমি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করি। জয়ী হলে এই এলাকার সাধারণ মানুষের আরও উন্নয়ন এবং সুখ
দুঃখের সাথি হবো। কুষ্টিয়ার উন্নয়নের রূপকার জননেতা মাহবুবউল আলম হানিফএমপি আমাকে মনোনয়ন দিলে সেটা হবে এ এলাকার সাধারন মানুষের মনোনয়ন।