কুষ্টিয়ার মিরপুর থানার হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ছায়ানীড় ক্যাফের যাত্রা শুরু ৷
১৩/৯/২১ রোজ মঙ্গলবার সকাল ১০ টায় ছায়ানীয় ক্যাফের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় । এরই মধ্য স্থানীয় ভোজনরসীক সহ বিভিন্ন দূর-দূরান্তের ভোজনরসীকদের কাছে খুব জনপ্রিয় হয়ে পড়েছে ক্যাফটি ৷ স্থানীয় ও দূর-দূরান্তের ভোজনরসীকদের ভীড় ক্যাফটিতে চোঁখে পড়ার মত ৷
খুব অল্প সময়ে কাস্টমারদের মন যুগীয়ে ভালোবাসার আস্থার নাম হয়ে গেছে ছায়ানীড় ক্যাফ ৷ মাত্র ২৭ বছরের দুই যুবক নাম তার তুহিন ও একরামুল ৷ তারা সমাজের কাছে নিজেদের নিজের মত গড়ে তুলার জন্য এই ক্যাফ দিয়ে ব্যাবসা পরিচালনা শুরু করে ৷
বর্তমানে বাংলাদেশে বেকারের সংখ্যা উদ্ধগতি ও চাকরির বাজার ও খুব একটা ভালো না বলে তারা নিজেদের নিজের মত করে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য নিজেরাই নিজের ব্যাবসা পরিচালনা করছেন ৷
ছায়ানীড় ক্যাফের সেবার তালিকা সমূহঃ কফী, জুস,ফুচকা,চটপটি,রঙ চা,দুধ চা,ছোট কোণ,বড় কোণ সহ আরো অনেক প্রকারে মেনু আছে ক্যাফটিতে ৷