প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া সাহিত্যিক মীর মোশাররফ হোসেন বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে কুষ্টিয়া সাহিত্যিক মীর মোশাররফ হোসেন বালিকা বিদ্যালয়ে স্মারক বৃক্ষরোপণ করা হয়েছে।
মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি শেখ হাসান মেহেদী।
বৃক্ষরোপন শেষে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি শেখ হাসান মেহেদী বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব, দুরদর্শিতার কারণে দেশ উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আমরা তার দীর্ঘায়ু প্রত্যাশা করি, যাতে তিনি দেশকে আরও এগিয়ে নিতে যেতে পারেন। উক্ত্য অনুষ্ঠান টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর ফিরোজা বুলবুলের সভাপত্বিতে বিদ্যালয়ের সকল সহকারি শিক্ষক,ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।