কুষ্টিয়া জেলা পরিষদ রবীন্দ্র লালন উদ্যান পরিদর্শন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব রশিদুল আলম (আনিচ)
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সংস্থাপন সচিব,খুলনা বিভাগীয় মুক্তিযোদ্ধা বিএলএফ এর খুলনা বিভাগীয় চেয়ারম্যান, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ রশিদুল আলম (আনিচ) মহোদয় কুষ্টিয়া জেলা পরিষদ রবীন্দ্র-লালন উদ্যান পরিদর্শন করেন এবং এই অনন্য সুন্দর প্রতিষ্ঠানের প্রশংসা করেন। এই উদ্যান পরিপূর্ণ ভাবে বাস্তবায়নের জন্য তিনি দৃঢ় ভাবে তার সমর্থন ব্যক্ত করেন।
আলোচনা শেষে তিনি একটি বকুল গাছের চারা কুষ্টিয়া জেলা পরিষদের মান্যবর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব হাজী রবিউল ইসলাম মহোদয়ের সাথে রোপন করেন।
উক্ত সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সী মোঃ মনিরুজ্জামান, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাজী মোকাররম হোসেন মোয়াজ্জেম, অন্যতম পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ওমর ফারুক, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান,শহর আওয়ামী লীগের নেতা ফজলে করিম খোকা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ রশিদুল আলম (আনিচ) মহোদয় উদ্যানের মূল ফটকে পৌছানোর সাথে সাথে উপস্থিত এলাকাবাসী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নামে শ্লোগান দিতে থাকে।
বিদায় পর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়কে ভালো কাজের জন্য উৎসাহিত করেন।