কুষ্টিয়ার মিরপুরে ট্রাক চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১অক্টোবর) সকাল ১০টায় মিরপুর পশুহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম জহির শেখ(৭৫)।সে মিরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড নওয়াপাড়া গ্রামের মৃত পাচু শেখের ছেলে।
মৃত ব্যক্তির জামাই মঙ্গল প্রামানিক জানান-মিরপুর পশুহাট সড়কের উন্নয়ন কাজ চলছে।তাই এ রাস্তায় গাড়ি চলাচলের অনুপযুক্ত হলেও সকাল ১০টার দিকে একটি ট্রাক (যার নম্বর কুষ্টিয়া-ট ১১-১৩২৪) জোরপূর্বক সড়কে প্রবেশ করে। কিন্ত সামনে রাস্তা সংস্কারের কারনে বালি থাকায় ট্রাকটি হেলপারের সহযোগিতা ছাড়াই আবার পেছন দিকে চলা শুরু করে।এ সময় আমার শ্বশুর রাস্তায় চলা অবস্থায় পেছন দিক থেকে তাকে ট্রাকটি চাপা দেয়।
এ ঘটনায় মিরপুর ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মোঃ সবুজ হোসেন জানান-টেলিফোনযোগে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখছি,এক বৃদ্ধের ট্রাক চাপায় মৃত্যুর ঘটনা ঘটেছে।আমরা লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান-জিকে সেচ প্রকল্প ক্যানেলের উপরের পশুহাট সড়কে একটি ট্রাক পেছন দিক থেকে চাপা দেয়ায় ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়েছে।ট্রাকটি আটক করে লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।