রবিবার (৩ অক্টোবর) সকাল ৮ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত কিট প্যারেডের সালামী গ্রহণ এবং কিট পরিদর্শন করেন মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া। সালামী গ্রহণ এবং পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার – ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নিদের্শনামুলক বক্তব্য রাখেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), কুষ্টিয়া, মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুশিল সুপার, ভেড়ামারা সার্কেল, মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ ডিআইও(১) সহ জেলা বিশেষ শাখায় কর্মরত সদস্যবৃন্দ, রিজার্ভ ইন্সপেক্টর (আরওআই), কুষ্টিয়া, আরআই, পুলিশ লাইন্স কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ।