সিলেট সিটি মেয়রের পক্ষ থেকে কুষ্টিয়া
পৌরসভার কাউন্সিলরদের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত নগর পিতা আরিফুল ইসলামের সৌজন্যে কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলরদের সম্মানার্থে সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল ইসলাম উপস্থিত থেকে কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দিনের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ার আলীর পক্ষে প্যানেল মেয়র শাহিন উদ্দিন কাউন্সিলরদের সাথে নিয়ে কুষ্টিয়া পৌরসভার নিদর্শন বিজয় উল্লাস ক্রেষ্ট
সিলেট সিটি কর্পোরেশনের নগর পিতার হাতে তুলে।
এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর আনিস কোরাইশী, মীর রেজাউল ইসলাম বাবু, এজাজুল হাকিম, সাইফ-উল হক মুরাদ, এইচ এম তানভীর নোবেল, শেখ কৌশিক আহমেদ, কিশোর কুমার ঘোষ, নজরুল ইসলাম, সাবা উদ্দিন সওদাগর, খন্দকার সাজেদুল হক ধিমান, মাহবুবুর রহমান পাখি, শেখ মহিদুল ইসলাম সহ কাউন্সিলর বৃন্দ। সম্মাননা শেষে সিলেট সিটি মেয়র আরিফুল ইসলাম বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা পারস্পরিক একে অপরের সাথে সম্পর্ক তৈরী হলে দক্ষতার সাথে জনগণের উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব। ঐতিহ্যবাহী কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর বৃন্দ সিলেটে আগমন করায় সিলেট বাসীর পক্ষ থেকে অভিনন্দন। এ সময় কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দিন তার বক্তব্যে বলেন, আমরা সিলেট সিটি কর্পোরেশনের আতিথিয়তায় মুগ্ধ। একে অপরের সাথে সস্পর্কের কারনে যে দক্ষতা অর্জন করা যায় তা নিজের এলাকার মানুষের মাঝে প্রয়োগ করলে সামাজিক উন্নয়ন তরান্বিত হয়। সিলেট সিটি মেয়রের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের সব সময় স্বরন থাকবে। এসময় তিনি আরো বলেন, কুষ্টিয়ার উন্নয়নের রুপকার জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি’র নির্দেশনায় কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলরা কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে দেশের সকল স্থানীয় নেতৃবৃন্দ কে যার যার জায়গা থেকে কাজ করে যেতে হবে।