কুমারখালীতে বিভিন্ন দূর্গাপুজার মন্দির পরিদর্শন করলেন খুলনা রেঞ্জ পুলিশ সুপার
কুষ্টিয়ার কুমারখালীতে বিভিন্ন দূর্গাপুজার মন্দির পরিদর্শন করেছেন খুলনার রেঞ্জ পুলিশ সুপার রিয়াজ উদ্দিন। দুর্গাপূজার মহা নবমীতে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার ঐতিহ্যবাহী নবগ্রহ মন্দির তিনি পরিদর্শন করেন। এসময় নবগ্রহ মন্দিরের সভাপতি সনৎ কুমার সাহা ও সাধারণ প্রদীপ কুমার সাহা সম্পাদক তাকে ফুলের শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল কুষ্টিয়া) আতিকুল ইসলাম, কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রোকোনুজ্জামান রোকন, কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব
বিশ্বাস,কুমারখালী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজল মজুমদার, নবগ্রহ মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদক প্রমুখ।
শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে কুমারখালীতে। এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কুমারখালীর সভাপতি সুধাংশু ঘোষসহ অনেকে উপস্থিত ছিলেন।