কুষ্টিয়ায় র্যাবের অভিযানে হারানো শিশু উদ্ধার
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ১৫ অক্টোবর ২০২১ ইং তারিখ সময় সকাল ০৯.৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন পোড়াদাহ রেলওয়ে ষ্টেশন এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে জিডি মূলে নিখোঁজ মোঃ জিহাদ হোসেন (১২), পিতা- মোঃ হবিবার, সাং- রামচন্দ্রপুর, থানা-শৈলকুপা, জেলা- ঝিনাইদহকে উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত শিশুটিকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার জিডি নম্বর-৪৪৯/২০২১ তারিখ ০৯/১০/২০২১ ইং মূলে পরিবারের নিকট সুস্থ অবস্থায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।