আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি ও তার মানবতা স্ব-চোখে দেখিনি। বইয়ের পাতায় ইতিহাস পড়ে, মানুষের মুখে মুখে তার উদারতা ও মানবতা সম্পর্কে জেনেছি। তার মানুষের প্রতি ভালোবাসা ও গভীরতা ছিল অপরিসীম। আর এ জন্যই মানুষ তার যুগ যুগ ধরে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসছে। তার জীবনের গল্প শুনলে গর্বে আমাদের বুক ভরে যায়, দু’চোখে পানি চলে আসে। তার মতো নেতা আমাদের সমাজে আজ বড্ড অভাব।আজ যাকে নিয়ে কথা বলছি,তাকে আমরা কম-বেশি সবাই চিনি। তিনি হলেন মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭নংওয়ার্ডের প্রিয় মানুষ শাহারুল ইসলাম মন্টু। ব্যতিক্রম হিসেবে নিজের পরিচয় ফুটিয়ে তুলছেন মানুষের কাছে। নিজ এলাকার অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছেন একের পর এক।একজন মানবতার সেবক, এলাকার সর্বস্তরের জনগনের প্রিয় ব্যক্তিত্ব,অসহায় মানুষের আপনজন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক,সব সময় অসহায় মানুষের পাশে থাকেন-শাহারুল ইসলাম মন্টু। বর্তমানে বারুইপাড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। একজন নিঃস্বার্থ দেশ প্রেমিক, আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ। তিনি সরকারের উন্নয়নের কথা সর্বস্তরের জনগনের মাঝে তুলে ধরার আহবান জানান। আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শাহারুল ইসলাম মন্টুকে মেম্বার হিসেবে দেখতে চায় বারুইপাড়া ইউনিয়নের ৭নংওয়ার্ডের সচেতন মহল।এলাকায় সামাজিক উন্নয়নের জন্য অনুদান,গরীব অসুস্থদের চিকিৎসার অনুদান, গরীব মেয়েদের বিয়েতে, অসহায় শ্রেণির মানুষ থেকে শুরু করে অনেকের কাছে তাঁর সহযোগীতা বিদ্যমান। বারুইপাড়া ইউনিয়নের ৭নংওয়ার্ড বাসী আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহারুল ইসলাম মন্টুকে মেম্বার হিসেবে দেখতে চায়।শাহারুল ইসলাম মন্টু অত্যন্ত সহজ সরল একজন মানবতাবাদী মানুষ। পেশায় তিনি একজন ব্যবসায়ীর।এলাকার মানুষের কাছে গরীবের সেবক হিসেবে অধিক পরিচিত। টাকার গর্ব,খ্যাতির অহঙ্কার কোন কিছুই তাকে স্পর্শ করতে পারেনি। সদালাপি ও বিনয়ী গরীব-অসহায় মানুষের সমস্যা শুনে তাদের সেবা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।এই ফেরিওয়ালার কথা এখন বিভিন্ন অলিতে-গলিতে,চায়ের দোকানে মানুষের মুখে মুখে। শাহারুল ইসলাম মন্টু সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে থেকে সর্বাঙ্গিন কাজ করে যাচ্ছেন। আর্থিক ও সামাজিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন অসংখ্য মানুষকে। ধর্মীয় উৎসবে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বারুইপাড়া ইউনিয়নের অসংখ্য মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন তিনি। বর্তমান দেশে মহামারী করোনা ভাইরাসেে আতংক অসহায় ঘরবন্দী হয়ে পরেছে কর্মহীন মানুষেরা, তাদেরকেও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন এই দানশীল ব্যক্তি শাহারুল ইসলাম মন্টু। সমাজের অসহায় পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়ে লেখাপড়ার আগ্রহ বাড়িয়ে তুলছেন। আমাদের দেশে বহুসংখ্যক মানুষ আছে, যারা দামি গাড়িতে ঘুরে বেড়ায় এবং কোটি কোটি টাকার সম্পত্তির পাহাড় গড়ে বসে আছেন। অথচ নিজ এলাকার মানুষ কেমন আছে,কি খাচ্ছে,কি পড়ছে এগুলো খোঁজ নেয়ার সময় হয় না তাদের। অথবা মানুষের সমস্যা বুঝেও না বোঝার ভান করে এড়িয়ে যায়। কিন্তু- শাহারুল ইসলাম মন্টু হচ্ছেন, তাদের থেকে আলাদা একজন মানুষ। তিনি বারুইপাড়া ইউনিয়নের ৭নংওয়ার্ডের অসহায়, দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সহযোগিতা করে যাচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে।সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে থেকে তিনি যে উদারতার পরিচয় দিয়েছেন, তা বর্তমানে সমাজে কম মানুষের মাঝেই দেখা যায়। এই মানবিক নেতা শাহারুল ইসলাম মন্টু আসন্ন নির্বাচন মেম্বার পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা চাই।