মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’— এ স্লোগান সামনে রেখে কুষ্টিয়ায় হাইওয়ে থানার আলোচনা সভা ও মহাসড়কে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১০টায় কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার পুলিশ আয়োজনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী নওশের আলী বলেন, ‘লাইন্সেস হালনাগাদ করা, দক্ষ চালকের হাতে যানবাহন তুলে দেওয়া, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিসহ প্রাতিষ্ঠানিক শিক্ষা মেনে সড়কে যানবাহন চালাতে হবে। সঠিকভাবে সড়কের নিয়মকানুন যথাযথ মেনে যানবাহন চলাচল করলে অনেকাংশেই দুর্ঘটনা কমে যাবে।
তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। ’
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ইনচার্জ জুলহাস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কুষ্টিয়ার ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হাসান রানা, এসআই মতিউর রহমান, এসআই আব্দুল খালেক, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুর রশিদসহ, নিরাপদ সড়ক চাই বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
আলোচনা সভা শেষে কুষ্টিয়া মহাসড়কের ভাদালিয়া বাজার বিত্তিপাড়া বাজার বটতৈল মোড়ে লিফলেট বিতরণ করেন কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ।