কুষ্টিয়ায় নিরাপদ অভিবাসন ও দতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দক্ষ জনগোষ্টি তৈরিতে প্রশিক্ষনের বিকল্প নেই… ডিসি সাইদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক ॥ মুজিববর্ষের আহবান, দ হয়ে বিদেশ যান’ প্রতিপাদ্যে কুষ্টিয়ায় জেলা প্রশাসকের হল রুমে কারিগরি প্রশিণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় ও কারিগরি প্রশিক্ষন কেন্দ্র কুষ্টিয়ার আয়োজনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাধারণ শিায় উচ্চ শিতি হয়ে অনেকে বেকার ও দুঃসহ জীবনযাপন করছেন। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে কারিগরি শিায় নিজেকে দ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। কর্মেেত্র সফলতা পেতে শিার পাশাপাশি দতা অর্জনের বিকল্প নেই। একজন প্রবাসী শ্রমিক আমাদের দেশের সম্পদ, বৈদেশিক রেমিটেন্স পাঠিয়ে তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ব্যাপক ভুমিকা রেখে চলেছে। তিনি বলেন, ভাষা জ্ঞান এবং কাজের দক্ষতা না থাকায় অনেক সম্ভাবনা থাকার পরেও বিদেশ গিয়ে আমাদের বেকার শ্রমিকেরা প্রতারিত হচ্ছে। দালাল নির্ভর না হয়ে আমাদের দক্ষ জনগোষ্টি তৈরিতে সরকারের যে সকল উদ্যোগ রয়েছে তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আদম ব্যবসায়ীদের প্রতারনা রোধ করতে সর্ব সাধারন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
এসময় বক্তারা কর্মশালায় কারিগরি শিার ওপর জোর দেন। তারা বলেন, দেশের প্রতিটি জেলায় কারিগরি প্রশিণ কেন্দ্র রয়েছে। অর্থনৈতিক ও স্বাস্থ্য সুরা নিশ্চিত করতে এসব কারিগরি প্রশিণ কেন্দ্র থেকে প্রশিণের মাধ্যমে দতা অর্জনের পর বিদেশে যাওয়ার পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মৃনাল কান্তিদে (ডিডিএলজি), জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক বটতৈল ইউনিয়নের চেয়ারম্যান এম এ মোমিন মন্ডল, কুষ্টিয়া প্রেসকাব কেপিসি’র সাধারন সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারন সম্পাদক মাহমুদ হাসানসহ টিটিসি’র প্রশিক্ষক ও কুষ্টিয়া জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিব মেম্বর ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।