কুমারখালীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুষ্টিয়া কুমারখালি উপজেলার ছেউড়িয়া মন্ডল পাড়া এলাকায় ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আহাদ মন্ডল (২৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
সুত্রে জানা যায়, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমের দিক নির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই লিটন কুমার বিশ্বাস সহ সংগীয় ফোর্স শনিবার ২৩ অক্টোবর বেলা ১২ টার সময় মাদক বিরোধী অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালি উপজেলার ছেউড়িয়া মন্ডল পাড়া এলাকার অভিযান পরিচালনা করে নেশা জাতীয় মাদক ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ছেউড়িয়া এলাকার হাসনাতের ছেলে আহাদকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আসামী আহাদের বিরুদ্ধে কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী যতবড় শক্তিশালীই হোক না কেনো তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এবং মাদক ব্যবসায়ীদের মূলহোতাদের শিকর উপরে ফেলা হবে।